জিনিয়াসপ্লাগ টেকনোলজি, বাংলাদেশ টুডেস’র প্রতিষ্ঠাতা ও জিনিয়াস আইটি ইনস্টিটিউটের সহ-প্রতিষ্ঠাতা মো. রোমান সরকার প্রতিভাবান একজন উদ্যোক্তা।
২০১৮ সালে তিনি এসপিআই থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে স্টার্টআপ শুরু করেছিলেন। বর্তমানে তার জিনিয়াসপ্লাগ টেকনোলজি প্রতিষ্ঠানটি এখন দেশ ও দেশের বাইরে পরিষেবা প্রদান করে।
![মো. রোমানের উদ্যোক্তা হওয়ার গল্প](https://romansarkar.com/wp-content/uploads/2022/07/IMG_2618-1024x683.jpg)
এদিকে মো. রোমান একজন ডিজিটাল মার্কেটার ও শিক্ষক। দেশজুড়ে ১০ হাজারের বেশি শিক্ষার্থীকে ট্রেনিং প্রদান করেছেন। তিনি সারা দেশে চার হাজারের বেশি ফ্রিল্যান্সার তৈরি করেছেন। তার লক্ষ্য, দেশকে বেকারমুক্ত করা এবং ডিজিটাল বাংলাদেশ গড়া।
Reference: Channel24